মহোদয়
অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, আগামী ৭ সেপ্টেম্বর ২০১৪ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় বিয়াম মিলনায়তন, ঢাকায় দেশের শ্রেষ্ঠ বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন তথ্য বাতায়নের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণের জন্য এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মহোদয়ের স্বাক্ষরিত পত্রটি এসঙ্গে সংযুক্ত করে প্রেরণ করা হল।
নাম | পদবী | অতিথি সংখ্যা |
জনাব আশফাক আহমদ | চেয়ারম্যান, উপজেলা পরিষদ | ১ |
মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান | উপজেলা নির্বাহী অফিসার | ১ |
জোবায়ের আহমেদ | উপজেলা টেকনিশিয়ান | ১ |
জনাব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী | সহকারী কমিশনার (ভুমি) | ১ |
জনাব মোঃ ছরোয়ারুল আহসান | উপজেলা কৃষি কর্মকর্তা | ১ |
জনাব সজল চক্রবর্তী | উপজেলা সমবায় কর্মকর্তা | ১ |
আমরা আশাকরি আপনারা যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবেন।
আপনার বিশ্বস্থ,
আলতাফ হোসেন সেখ
৭ সেপ্টেম্বর ২০১৪খ্রিঃ সকাল ১১:০০টায় ইস্কাটনস্থ বিয়াম মিলনায়তনে শ্রেষ্ঠ ইউনিয়ন, উপজেলা, জেলা এবং বিভাগীয় তথ্য বাতায়নকে সম্মাননা দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম আয়োজিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব হাসানুল হক ইনু, মাননীয় মন্ত্রী, তথ্য মন্ত্রণালয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব জুনাইদ আহ্মেদ পলক, মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। উক্ত অনুষ্ঠানে ৭ টি ইউনিয়ন, ৩টি উপজেলা, ৫টি জেলা এবং ১টি বিভাগ এই সম্মাননা পাচ্ছে। এছাড়াও প্রতিটি জেলা, উপজেলা এবং বিভাগের দুটি করে অফিসকে তথ্য বাতায়ন বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এই সম্মাননা দেয়া হচ্ছে।
http://www.bangladesh.gov.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস